Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গড়ইখালী ইউনিয়ন

কালের স্বাক্ষী বহনকারী সিবসা নদীর তীরে গড়ে  উঠা পাইকগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো গড়ইখালী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ গড়ইখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

 

‌‌''গড়ইখালী ইউনিয়ন হোক ডিজিটাল সোনার বাংলার বহুল আলোচিত অধ্যায়''

 

বিশ্বের অন্যতম অরণ্য সুন্দরবনের অতি নিকটে গড়ইখালী ইউনিয়ন৷ ঐতিহ্যবাহী খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ১০নং গড়ইখালী ইউনিয়ন অবস্থিত৷ ইউনিয়নের পূর্ব দিক দিয়ে দেশের অন্যতম প্রধান নদী শিবসা ও উত্তর দিক মিনাজ নদী অবস্থিত৷গড়ইখালী বাজারে প্রতি সোমবারে হাজার হাজার মানুষের সমাগম হয়৷খুলনা জেলার একটি প্রসিদ্ধ বাজার৷ইউনিয়নের আয়তন ৩৬.২৬ কিলোমিটার। জনসংখ্যা ২৫.৭৬০ জন, পুরুষ ১৩.২১৩ জন, মহিলা ১২.৫৪৭ জন৷ শিক্ষা ক্ষেত্রেও গড়ইখালী ইউনিয়নে রয়েছে অফুরন্ত সুযোগ৷ মাদ্রাসা ৩ টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ টি, বালিকা বিদ্যালয় ৪ টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৫ টি, মাধ্যমিক বিদ্যালয় ৬ টি এবং শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ৷

এই ইউনিয়নের লোকজন খুবই শান্তিপ্রিয়। বিভিন্ন ধর্ম, পেশা ও সংস্কৃতির মানুষ একসংগে বাস করে। এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্মগ্রহন করেছে যারা বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই ইউনিয়নের লোকজন খুবই সরল। এ কথা বলা যায় যে, গড়ইখালী ইউনিয়ন বাংলাদেশের একটি আদর্শ ইউনিয়ন ও তথ্য-প্রযুক্তির একমাত্র আলোকিত পটভূমি।

ক) নাম – ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৪ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৬০০০ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ১৪ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৬টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মোটরসাইকেল, বাস, টেম্পু।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৬ টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –বিশ্বাস রুহুল-আমিন

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – সুন্দরবন।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ০০/০০/০০০০ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

            

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।