গড়ইখালী ইউনিয়ন পরিষদ একটি আধুনিক ইউনিয়ন । সুন্দরবন সংলগ্ন এই ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। নদ নদী, খাল, ও প্রাকৃতিক দৃশ্যে ভরা অপরুপ এই ইউনিয়ন সকলের প্রিয়।
বিশ্বের অন্যতম অরণ্য সুন্দরবনের অতি নিকটে গড়ইখালী ইউনিয়ন৷ ঐতিহ্যবাহী খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ১০নং গড়ইখালী ইউনিয়ন অবস্থিত৷ ইউনিয়নের পূর্ব দিক দিয়ে দেশের অন্যতম প্রধান নদী শিবসা ও উত্তর দিক মিনাজ নদী অবস্থিত৷গড়ইখালী বাজারে প্রতি সোমবারে হাজার হাজার মানুষের সমাগম হয়৷খুলনা জেলার একটি প্রসিদ্ধ বাজার৷ইউনিয়নের আয়তন ৩৬.২৬ কিলোমিটার। জনসংখ্যা ২৫.৭৬০ জন, পুরুষ ১৩.২১৩ জন, মহিলা ১২.৫৪৭ জন৷ শিক্ষা ক্ষেত্রেও গড়ইখালী ইউনিয়নে রয়েছে অফুরন্ত সুযোগ৷ মাদ্রাসা ৩ টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ টি, বালিকা বিদ্যালয় ৪ টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৫ টি, মাধ্যমিক বিদ্যালয় ৬ টি এবং শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ৷
এই ইউনিয়নের লোকজন খুবই শান্তিপ্রিয়। বিভিন্ন ধর্ম, পেশা ও সংস্কৃতির মানুষ একসংগে বাস করে। এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্মগ্রহন করেছে যারা বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই ইউনিয়নের লোকজন খুবই সরল। এ কথা বলা যায় যে, গড়ইখালী ইউনিয়ন বাংলাদেশের একটি আদর্শ ইউনিয়ন ও তথ্য-প্রযুক্তির একমাত্র আলোকিত পটভূমি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস